শ্যামল রুদ্র, রামগড়
খাগড়াছড়ির রামগড় উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় কোটি টাকার বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মোবাইল ফোনসেট জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। জব্দ মোবাইলের মধ্যে ভিভো, স্যামসাং, টেকনো, অপ্পু,শাওমি ইত্যাদি ব্যান্ডের সেট আছে। জব্দ মোবাইল ফোনসেট এর মধ্যে সর্বোচ্চ ২ লাখ টাকা দামের সেটও আছে বলে জানা গেছে।
রোববার (৩০শে জুলাই) বেলা ১২ টায় রামগড় বিজিবির জোন সদরে এক প্রেস ব্রিফিংয়ে রামগড় ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম পিএসসি জি+ সাংবাদিকদের এই খবর জানান।
তিনি জানান ২৯, জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার খেদাছড়া ব্রিজ (সীমান্ত পিলার ২২১৮/৪-আরবি) সীমান্ত এলাকায় বিজিবি ফাঁদ পাতে। ওই সময় ভারতের দিক থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে নায়েব সুবেদার মো. মতিউর রহমান এর নেতৃত্বে ১৩ সদস্যের বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌঁড়ে পালায়।
বিজিবি টহল দল ওই সময় ঘটনা স্থল থেকে ৩২০ টি বিভিন্ন কোম্পানির ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করে। জব্দ মোবাইল ফোনসেট এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানান জোন কমান্ডার লে.কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম।
আটককৃত মোবাইল সেটগুলো কাস্টমস্ এ জমার প্রক্রিয়াধীন।
জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, গোয়েন্দা তথ্যে বৃহৎ এই মোবাইল ফোন সেটের চোরাচালানটি জব্দ করা হয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন এলাকার যাবতীয় অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করছে, আগামীতেও তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
প্রেসব্রিফিংয়ে বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন নূর হোসেন, উপ পরিচালক রাজু আহমেদ সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।