শ্যামল রুদ্র, রামগড়
‘সাবেক মহকুমা রামগড়ের হারানো মর্যাদা পুনরুদ্ধার ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক সর্বদলীয় মতবিনিময় সভা বৃহস্পতিবার রামগড়ে অনুষ্ঠিত হয়েছে। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মিলনায়তনে বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, ১৯২০ সালের সাবেক মহকুমা শহর রামগড়ের অতীতের মর্যাদা-ভাবমূর্তি, শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এখানে বসবাসরত পাহাড়ি-বাঙালি সকলকে উন্নয়নের স্বার্থে ঐক্যমত হয়ে কাজ করতে হবে। রামগড় স্থল বন্দর শিগগিরই চালু করতে বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করবেন বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু’র সঞ্চালনায় মতবিনিময় সভার বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ রামেশ্বর শীল, মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী, অধ্যক্ষ(অব.) রুহুল আমিন, অধ্যক্ষ(অব.) ফারুক রহমান, রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান হাফেজ আহমেদ ভুঁইয়া, কাস্টমস কর্মকর্তা(অবঃ) আবদুল কুদ্দুস, এডভোকেট করিম উল্লাহ, কার্বারি অ্যাসোসিয়েশানের সভাপতি আনন্দ মোহন বৈষ্ণব, দুপ্রকের সভাপতি শাহ আলম, সাংবাদিক করিম শাহ, খ্রিষ্টান নেতা ফিলিপ হালদার, ব্যবসায়ী হারাধন দেবনাথ।
সভায় বক্তারা রামগড় স্থল বন্দর দ্রুত চালু করতে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়ার সহযোগিতা কামনা করেন। এসময় রামগড় উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।