শ্যামল রুদ্র, রামগড়
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় ৪৩ ব্যাটালিয়নের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দোয়া পড়া ,আলোচনা সভা, কেক কাটা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।
সোমবার (৩১ জুলাই) দুপুরে বিজিবির রামগড় ব্যাটালিয়ন সদরের সম্মেলন কক্ষে বিভিন্ন আনুষ্ঠানিকতার পর প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বিএএমএস, এনডিসি।
৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্ণেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্ণেল এসএম শফিকুর, ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক এবিএম জাহিদুল করিম, ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমেদ, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারর্বারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল প্রমুখ।
এসময় বিভিন্ন জোন অধিনায়ক-উপঅধিনায়ক, সামরিক-বেসামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।