লংগদু প্রতিনিধি
চলে গেলেন মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা মো. কদম আলী। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শনিবার দুপুরে লংগদুর বাইট্টাপাড়া মসজিদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। পরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এসময় লংগদু থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ জালাল, মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ চৌধুরী, মো. তৈয়ব আলী, খোরশেদ আলমসহ মরহুমের স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা মো. কদম আলী ১৯৪৬ সালের ৩১ জানুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। শৈশবে নানাবাড়ী নোয়াখালীর সেনবাগে পরিবারের সাথে স্থায়ী হন। মহান মুক্তিযুদ্ধে তিনি ১নং সেক্টরে একজন সক্রিয় সদস্য হিসেবে অংশ নিয়েছেন। যুদ্ধপরবর্তী তিনি বনবিভাগে বন পাহাড়াদার হিসেবে চাকুরীতে যোগদান করেন। চাকরীর সুবাধে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে পরিবার নিয়ে স্থায়ী হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও এক কন্যা সন্তান ও নাতি নাতনী রেখে গেছেন।