শুভ্র মিশু
রাঙামাটিতে রিজার্ভমুখ যুব সমাজের উদ্যেগে বাংলা বর্ষ বরণে প্রথমবারের মতো কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই কনসার্ট।
বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনে আয়োজিত এই কনসার্টে মঞ্চ মাতান রাঙামাটির স্থানীয় ব্যান্ড টিম অয়েভস এর শিল্পী জিতু দেব ও তার টিম , চট্টগ্রাম থেকে আগত ব্যান্ড টিম দ্য ডিজায়ার এর শিল্পী বাবলু চক্রবর্তী ও তার টিম এবং শিল্পী বৃষ্টি খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাওয়াল উদ্দিন, কনসার্ট উদযাপন পরিষদের উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর মো. নিয়াজ আহমেদ, পৌর কাউন্সিল পুলক দে, উপদেষ্টা মো. আব্দুল কুদুস, প্রমোতোষ দেব, ছোটন বড়ুয়া, মিল্টন বড়ুয়া ও সান্টু চৌধুরী প্রমুখ।
নববর্ষ উপলক্ষে আয়োজিত কনসার্ট উদযাপন পরিষদের আহবায়ক সোহেল চাকমার সভাপতিত্বে ও কনসার্ট উদযাপন পরিষদের সদস্য মিশু দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কনসার্ট উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত দে।
এতে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রিজার্ভ মুখে বর্ষবরণের এটি প্রথম আয়োজন। এই আয়োজনে এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা ছিল ভবিষ্যতে এমন আয়োজন আরো করা হবে। নববর্ষ গ্রাম বাংলার মানুষের সামাজিক অনুষ্ঠান। যা রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সকলে মিলে মিশে সুদীর্ঘ কাল থেকে পালন করে আসছে এবং আজকেও রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি একটি সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে।
এতে কনসার্ট উদযাপন পরিষদের সদস্য সাজ্জাদ, সেতু দেব, শিবু দেব, জুয়েল চৌধুরী টুকু, রবি, গালিব, আল আমিন, রহিম উদ্দিন, মিতু দেব, কাউসার, পাপ্পু দে, অদ্রিত দে, মুন্না, আশিক, মিনার, ইকবাল, জাহিদুল, রমজান, ওয়াসিম, আনোয়ার, দীপ, রাজী, সঞ্জয়, নাজিম, মাসুদ, নাঈম, রায়হান, রাকিব, মাহিনসহ নববর্ষ উদযাপন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।