মিশু মল্লিক ।
মাদার অব সুইটস খ্যাত মধুবনের ১০৬তম শাখা উদ্বোধন হয়েছে রাঙামাটির রিজার্ভ বাজারে। রবিবার সকালে শহরের রিজার্ভ বাজার চৌমুহনীতে নতুন আউটলেট উদ্বোধন করেন মধুবন সুইটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল হক। এটি রাঙামাটি শহরে দ্বিতীয় আউলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলাল উদ্দিন, মধুবন সুইটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একাউন্টস হেড এসএম কাইছার উদ্দিন, ইন্সপেক্টর এস এম মোহাম্মদ মিজবাহ, সহ-ইন্সপেক্টর মোহাম্মদ মাসুম, তৈয়বিয়া হার্ডওয়্যারের সত্ত্বাধিকারী হাজী আলী আকবর সওদাগর, মধুবন বনরুপার সত্ত্বাধিকারী এসএম জাহান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম তালুকদার, পেয়ারু ইসলাম, হাজী জসিম উদ্দিন, মধুবন রিজার্ভ বাজার শাখার প্রধান সত্ত্বাধিকারী হাজী মো. তাহের সওদাগর, মো. আমানউল্লাহ ও মো. আতিকউল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে নতুন আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর পুরো আউটলেট ঘুরে দেখেন অতিথিরা।
মধুবন রিজার্ভ বাজার শাখার দায়িত্বরতরা বলেন, মধুবন সুইটস দীর্ঘ অনেক বছর যাবত অত্যন্ত সুনামের সাথে গ্রাহকদের মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাদ্যসহ অন্যান্য খাদ্যসামগ্রী পরিবেশন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ নতুন আউটলেটের উদ্বোধন হলো। শহরের প্রাণকেন্দ্র রিজার্ভ বাজারের বাসিন্দাদের জন্য আমরা সর্বোচ্চ সেবার দেয়ার অঙ্গিকারবদ্ধ।