পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প ৩য় পর্যায়ের আওতাধীন বাস্তবায়িত প্রকল্পের সুফলভোগীদের রুই জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক দু’দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি সদর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই কর্মশালা শুরু হয়। রাঙামাটি সদর উপজেলা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাসান আলী এবং অতিরিক্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে অনেক দূর এগিয়ে গেছে। সামনে আরো এগিয়ে যাবে। এই ধারাবাহিকতা রাখতে সব চেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো বেকারত্ব কমানো। এটা করার জন্য যুবকদেরকে বিভিন্ন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। তাদেরকে নিজের মেধা কাজে লাগিয়ে কিছু করতে হবে। চাকরির আশায় বসে থাকলে হবে না। এর থেকে নিজে কিছু করাই হবে সবচে ভালো।
বক্তারা আরো বলেন, রাঙামাটিতে বিশাল একটি হ্রদ আছে। এছাড়া এখানে বিভিন্ন পাহাড়ের নিচে অনেক জায়গা আছে যা আমরা ইচ্ছা করলে বিভিন্ন ভাবে মাছের প্রজেক্ট তৈরি করে মাছ চাষ করতে পারি। এতে করে আমাদের পরিবার স্বচ্ছলা হবে এবং বেকারত্ব দূর হবে। তার সাথে সাথে পার্বত্য অঞ্চলের মৎস্য চাষের সার্বিক উন্নয়ন হবে।
কর্মশালায় ২টি বেইজে মোট ৬০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। এই কর্মশালা শুক্রবার শেষ হবে বলে আয়োজকরা জানান।