বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিএইচটি কমিউনিটি ডিভলপমেন্ট ইনিশিয়েটিভ কর্মসূচীর উদ্যোগে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় ছয় দিনব্যাপী সমাজ ভিত্তিক ধাত্রী প্রশিক্ষণ শনিবার রাঙামাটি পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটে শুরু হয়েছে।
উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোঃ আকবর হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাঙামাটি পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ ডাঃ কামাল উদ্দিন আহমদ। এতে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের কাযনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন বালী, সিডিআই কর্মসূচীর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ কেরামত আলী ও রাঙামাটি পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটের প্রশিক্ষকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাসরিন আকতার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের উৎপত্তি হচ্ছে মানব সেবার মধ্য দিয়ে। বর্তমানে মানব সেবার কার্যক্রম বহুমুখী বি¯তৃতি প্রসার ঘটেছে বিশেষভাবে উল্লেখ করেন যুদ্ধ বিগ্রহে মানবিক সেবা প্রদান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা প্রদান, স্বাস্থ্যসেবা প্রদান ও মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে। এর অংশ হিসেবে সিএইচটি কমিউনিটি ডিভলপমেন্ট ইনিশিয়েটিভ কর্মসূচীর উদ্যোগে পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মা দের সেবা প্রদানের জন্য এই ধাত্রী প্রশিক্ষণ বিশেষ অবদান রাখবে বলে তারা মনে করেন।
অতিথিবৃন্দ আরো বলেন, ধাত্রী প্রশিক্ষনের মূল উদ্দেশ্য হচ্ছে মা ও শিশুর মৃত্যু হার কমানো। বিশেষ করে পার্বত্য অঞ্চলের দূর্গম এলাকায় যেখানে সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছানো দুষ্কর, সেই সকল অঞ্চলে এই প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীরা গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।