কাউখালীতে রেশম গুটি উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার বেতছড়ির ফজলুল হক মাস্টারের বাড়ির প্রাঙ্গণে মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা)। আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিস, রাঙামাটি অঞ্চলের পরিচালক তপন কুমার পাল, চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রের সিনিয়র রিসোর্স অফিসার কামনাশীষ দাশ।
সমাবেশে সফল রেশম চাষি রোকসানা বেগম, হাসিনা বেগম, শিরিন বেগম ও ফেরদৌসী বেগম রেশম চাষ করে তাঁর আত্মনির্ভরশীল হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। সকলেই তাদের বক্তব্যে জানান, আগে সঠিক উৎপাদন কৌশল ও যথাযথ উপকরণ ব্যবহার না করে তারা কাক্সিক্ষত ফলন পেতেন না। রেশম উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের পরামর্শক্রমে চাষ করে বর্তমানে তারা উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রেশম গুটির মান উন্নয়ন করতেও সক্ষম হয়েছেন। এতে করে তাঁদের অস্বচ্ছল পরিবারে স্বচ্ছলতা ফিরে আসাসহ ছেলেমেয়েদের লেখাপড়া করাতেও পারছেন বলে তারা জানান।
সমাবেশে রেশম চাষের লাভ ক্ষতিসহ আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা রেশম সম্প্রসারণ কার্যালয়ের ম্যানেজার (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুল ইসলাম।
সমাবেশে বক্তব্য প্রদান কালে কামনাশীষ দাশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে পলু পালন, নিয়মিত সঠিক সময়ে এবং কচি ও বয়স্ক তুঁত পাতা বাদ দিয়ে খাবার প্রদানের কথা গুরুত্বসহকারে বর্ণনা করেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে সভাপতি আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাশিদুল হক রেশম পলু পালনে রেশম চাষিদের যতœ সহকারে পালনসহ যে কোনও বিষয়ে তাৎক্ষণিকভাবে মাঠকর্মী বা তাঁর দপ্তরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
রেশম গুটি উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
পার্বত্য উন্নয়ন
2 Mins Read
Previous Articleরাঙামাটির যৌনকর্মীদের এইচআইভি পরীক্ষা
Next Article পৌরসভার সেবার মান উন্নয়নে সনাকের মতবিনিময় সভা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.