নিজস্ব প্রতিবেদক, লংগদু ।।
রাঙ্গামাটির লংগদুতে বাইট্টাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে বাজারের একাংশ পুড়ে ছাঁই হয়ে গেছে । মঙ্গলবার ভোর আনুমানিক ৪ টার সময় বাইট্টাপাড়া বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, আনসার ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।
বাইট্টাপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম জানান, মঙ্গলবার ভোররাতে বাইট্টাপাড়া বাজারে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী, দোকান ঘরের মালিক ও বসতবাড়ী ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে বাইট্টাপাড়া বাজারের ছোট বড় ১৪টি দোকান ও ৩ টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগুনে পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত তাজেনুর বেগম বলেন, আমার স্বামী নাই, এক মেয়ে নিয়ে বাজারে ছোট ব্যবসা করে সংসার চলাতাম। দোকানের পেছনে বাসা ছিল। মেয়েটা ১০ম শ্রেণির ছাত্রী। আগুণে সব শেষ হয়ে গেছে। কিছু বাঁচানো সম্ভব হয়নি। মেয়েটার বইপত্র সব পুড়ে গেছে। আমার সম্বল বলতে আর কিছু রইলো না।
ব্যবসায়ী রহমত আলী বলেন, অনেক কষ্টে তিল তিল করে ব্যবসাটা দাঁড় করিয়েছিলাম। মুদি দোকান ও গোডাউনসহ সব পুড়ে শেষ। নিজের সঞ্চয় বলতে আর কিছু রইলো না। আরো ব্যাংক ও ব্যবসায়ী ভাইদের থেকে নেওয়া ঋণের বোঝা আছে ৯ লক্ষ টাকার মতো।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে আসি, ততক্ষণে আগুনের তীব্রতা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।
লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া ও মেজর আশফিকুর রহমান এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আগুন লাগার সাথে সাথেই ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জোন অধিনায়ক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এর আগেও এমন ঘটনা ঘটেছে এবিষয়ে সকলকে সচেতন হতে হবে।
লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ সেলিম বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা ঘটনা স্থলে পৌঁছাই, বিদ্যুৎ এর এর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, প্রায় ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং ১ঘন্টার মধ্যে সম্পূর্ণ আগুন নেভাতে সক্ষম হই।
উল্লেখ্য, চলতি বছরের গত ২১ জানুয়ারী অগ্নিকান্ডের ঘটনায় বাইট্টাপাড়া বাজারের একাংশ পুড়ে যায়। এঘটনায় এখনও অনেকে ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তার রেশ কাটতে না কাটতেই আবারো আগুনে পুড়লো এই বাজারটি।