রাঙামটির লংগদু উপজেলায় ঝড়ে পড়া ও দূর্গম এলাকার শিশুদের শিক্ষার আওতায় আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা পূগোবেল’র উদ্যোগে ও ব্রাকের সহযোগিতায় আরো ৮টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় চালু করা হয়েছে।
বুধবার লংগদু সদর তিনটিলাস্থ ‘পূগোবেল’ কার্যালয়ে পূগোবেলের নির্বাহী পরিচালক শান্তি পদ চাকমা নতুন সৃষ্ট উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট আনুষ্ঠানিকভাবে যাবতীয় শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় পূগোবেলের প্রোগ্রাম কো-অডিনেটর মনিশংকর চাকমা, ব্রাকের ট্রেনিং অফিসার নজরুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।
বিদ্যালয়গুলো হচ্ছে ঠাকুরছড়া উপানুষ্ঠানিক প্রথমিক বিদ্যালয়, রসুলপুর উপাঃ প্রাঃ বিদ্যালয়, রাঙ্গীপাড়া উপাঃ প্রাঃ বিদ্যালয়, মধ্যম রাঙ্গীপাড়া উপাঃ প্রাঃ বিদ্যালয়, সোনাই ২নং ব্লক উপাঃ প্রাঃ বিদ্যালয়, ভাইবোনছড়া উপাঃ প্রাঃ বিদ্যালয়, জারুলছড়া উপাঃ প্রাঃ বিদ্যালয়, পশ্চিম ঠেকাপাড়া উপাঃ প্রাঃ বিদ্যালয়।
পূগোবেলের নির্বাহী পরিচালক শান্তি পদ চাকমা জানায়, ১ম ও ২য় পর্যায়ের এধরনের আরো ২২টি উপানুষ্ঠানিক প্রথমিক বিদ্যালয় চালু রয়েছে। এসব বিদ্যালয়ে ঝড়ে পড়া শিক্ষার্থীরা প্রথম শ্রেণী থেকে পর্যাক্রমে ৫ম শ্রেণী পর্যন্ত বিনা খরছে পড়া-লেখা করতে পারবে। এর ফলে লেখা-পড়া থেকে ঝড়ে পড়া শিশুর সংখ্যা বহুলাংশে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।