নিজস্ব প্রতিবেদক, লংগদু
পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের সদস্য রুস্তম আলীর রূপচানের বিরুদ্ধে নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
জানা গেছে, দলীয় প্রভাব বিস্তার করে নিজ এলাকায় মাদকদ্রব্যের চোরাকারবারি, ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা লুটে খাওয়া, বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকা ছাড়াও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে রুস্তম আলীর বিরুদ্ধে।
বুধবার দুপুরে লংগদু উপজেলা পরিষদের সামনে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৬ নম্বর উত্তর ইয়ারাংছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য রুস্ত—ম আলী’র বিরুদ্ধে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনে বলেন, রূপচান মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকেই দলীয় প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে আসছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই নানা রকম হুমকি-ধামকি দিতেন। এছাড়াও তিনি ব্যবসার নামে তামাকের ওপর টাকা লাগিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অধিক অর্থ নিতেন, সরকারি ভিজিডি কার্ড ও টিসিবি কার্ড দিবেন বলে নিয়মের বাইরে গিয়ে হাজার হাজার টাকা আত্মসাৎ করেন এবং বিভিন্ন সরকারি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে স্থানীয় দোকানে বিক্রি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা আরও জানান, এক দফা এক দাবি নিয়ে এসেছেন রূপচানের মতো নীতিহীন ও অসামাজিক কার্যক্রমে জড়িত থাকা জনপ্রতিনিধির পদত্যাগের দাবিতে তাদের এ মানববন্ধন।
স্থানীয় স্কুল শিক্ষক আবুল কাশেম খানের সভাপতিত্বে এলাকাবাসীর পক্ষে আবুল কালাম আজাদ, ছাত্র সমাজের পক্ষে আব্দুর রাজ্জাক মামুন ও মো. ইউনুছ এবং যুব সমাজের পক্ষে হাফিজুল ইসলাম মনির ইউপি সদস্যর দ্রæত বিচার এবং পদত্যাগ চেয়ে বক্তব্য রাখেন। এর আগে ইউপি সদস্য রুস্তম আলী রূপচানের পদত্যাগ চেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।