আরমান খান, লংগদু ॥
আপনারা নিশ্চয় অনুধাবন করছেন সরকার আপনাদের পাশে রয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ নানা সহযোগিতা করছে সরকার। এছাড়াও শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শতভাগ উপবৃত্তি দেয়া হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করতে হবে। আজ যে পাঁচ শতাধিক পরিবারকে সোলার হোম সিস্টেম দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ বিনামূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। আপনাদের বুঝতে হবে কোন সরকার মানুষের পাশে রয়েছে। আগামীতেও সেই সরকারকে ক্ষমতায় আনতে হবে। এই সরকার সব সময়ই প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটির লংগদুতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প- ২য় পর্যায়” শীর্র্ষক প্রকল্পের আওতায় সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোলার হোম সিস্টেম প্রকল্পের পরিচালক (উপসচিব) হারুনুর রশিদ।
মাইনীমূখ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সোলার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, লংগদু জোনের উপ অধিনায়ক মেজর রিফাত, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা প্রমূখ।