নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে রবিবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও আলিম পরীক্ষায় পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে ৪৪১জন শিক্ষার্থী অংশ নেবে। উপজেলার লংগদু সরকারি মডেল কলেজ হতে ৩২৬জন, গুলশাখালী বর্ডারগার্ড কলেজ হতে ৫৫জন এবং মাইনীমূখ ইসলামিয়া আলিম মাদরসা হতে ৬০জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে বলে জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কলেজ ও মাদরাসায় খোঁজ নিয়ে জানা যায়, লংগদু সরকারি মডেল কলেজ ও গুলশাখালী বর্ডার গার্ড কলেজ হতে এইচএসসি বিজ্ঞান বিভাগে ৩৭ জন, বাণিজ্য বিভাগে ৫৫ জন এবং মানবিক বিভাগে ২৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এছাড়া মাইনীমূখ ইসলামিয়া আলিম মাদ্রাসা হতে মানবিক বিভাগের ৬০ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেবে।
এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের সুপার প্রভাষক ড. ঈসা কাদেরী বলেন, পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করবেন মোট ২২ জন শিক্ষক। এছাড়াও কলেজের কর্মচারীরা স্ব স্ব দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন। এবং পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় লংগদু থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
পরীক্ষা কেন্দ্রের সচিব প্রভাষক মুসা তালুকদার বলেন, প্রথম বারের মতো লংগদু সরকারি মডেল কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। আগে অবকাঠামো সংকটের কারণে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতো। বর্তমানে আমাদের চারতলা আইসিটি ভবন নির্মাণের ফলে অবকাঠামোগত সংকট দূর হয়েছে। এছাড়া কলেজের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। ফলে এইচএসসি, সমমান ও ডিগ্রি পরীক্ষার জন্য লংগদু সরকারি মডেল কলেজেই পরীক্ষা কেন্দ্রের অনুমোদন পাওয়া গেছে। কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।