নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে জুম্ম জনগণের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নিতে হলে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা’র (এমএন লারমা) আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। তিনিই ছিলেন আমাদের পথ প্রদর্শক। জুম্ম জনগণকে অধিকার সচেতন করতে এমএন লারমা আমৃত্যু লড়াই করে গেছেন। আজ আমরা ইতিহাস ও ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমরা আধুনিকতার নামে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনে নিজেদের এতিহ্যকে ভুলতে বসেছি। এভাবে চলতে থাকলে বাংলাদেশের ইতিহাস থেকে আমরা বিলীন হয়ে যাবো। এখনো সময় আছে অধিকার আদায়ের সকল লড়াই সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ ও সংঘাতের পথ পরিহার করে ঐক্যবদ্ধভাবে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারের সাথে আলোচনায় বসতে হবে। নিপীড়িত, বঞ্চিত ও অধিকার হারা জুম্ম জনগণের কল্যাণে সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সুশীল সমাজ, নেতৃবৃন্দ ও নাগরিক কমিটিকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। ১৫ সেপ্টেম্বর জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা’র (এমএন লারমা) ৮৪তম জন্মদিন উপলক্ষে জনসংহতি সমিতি(এমএন লারমা) রাঙামাটির লংগদু থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।
শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) লংগদু উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের থানা সভাপতি অনঙ্গ লাল চাকমা। পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল বিকাশ চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ২৪ নং মাইনীমূখ মৌজার হেডম্যান (মৌজা প্রধান) মানিক কুমার চাকমা, সাবেক ছাত্রনেতা ও ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, জেএসএস (এমএন লারমা) লংগদু থানা শাখার সাংগঠনিক সম্পাদক সুশীল জীবন চাকমা, ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য বিনয় চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সুনয় চাকমা, হেডম্যান অমর চাকমা, নারী ইউপি সদস্য সোনালিকা চাকমা প্রমূখ।
আলোচনা সভায় জনসংহতি সমিতির থানা কমিটির সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, মহিলা সমিতির লংগদু থানা কমিটির সভাপতি যুথিকা চাকমা, যুব সমিতির লংগদু থানা কমিটির সাধারণ সম্পাদক ঝিন্টু চাকমা, পিসিপি লংগদু থানা কমিটির সভাপতি রাকেশ চাকমা উপস্থিত ছিলেন।