নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
সাম্প্রতিক সময়ে অতি বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত আমনচাষী কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ বিতরণ করা হয়েছে। রাঙামাটির লংগদুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪০জন কৃষককে পাঁচ কেজি হারে আমন ধানের বীজ প্রদান করা হয়।
বুধবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ধানবীজ বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শওকত আকবরসহ উপসহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, অতি বৃষ্টির ফলে অনেক আমন চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল এমন দরিদ্র চাষীর জন্য সরকারের পক্ষ হতে এই সহায়তা। আশা করি আপনারা এই বীজ চাষের মাধ্যমে ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, লংগদুতে আমন মৌসুমে ধান চাষ খুব কম হয়। এখানকার বেশির ভাগ ধান চাষ হয় বোরো মৌসুমে জলেভাসা জমিতে। যারা অল্প কিছু আমন চাষ করেন তাদের মধ্য থেকে অধিক ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি এই সহায়তা বিনামূল্যে প্রদান করা হয়েছে। এখানে উপজেলার লংগদু, বগাচত্বর ও আটারকছড়া ইউনিয়ন থেকে মোট ৪০ জন দরিদ্র আমন চাষীকে পাঁচ কেজি হারে ধানবীজ প্রদান করা হয়।