রাঙামাটির লংগদু উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আধুনিক পরিবেশে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের উপর ছয় দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত এই প্রশিক্ষণ সমাপনিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম।
তিনি বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করে অভাবি সংসারে বাড়তি আয় উপার্জন করে পরিবারে কিছুটা হলেও আর্থিক যোগান দেওয়া সম্ভব। এর জন্য প্রশিক্ষণ লব্দ জ্ঞান থাকতে হবে। আজকে যারা প্রশিক্ষণ নিলেন সকলেই এই প্রশিক্ষণ যথাযথ কাজে লাগাতে চেষ্ঠা করবেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আতিকুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাইকা প্রকল্পের লংগদু উপজেলা উন্নয়ন সহায়ক টিন্টু চাকমা।
উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় লংগদু উপজেলা পরিষদ এই প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় যুবক ও যুব মহিলা এই প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।