নিজস্ব প্রতিবেদক,লংগদু
রাঙামাটির লংগদুতে উপজেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক অসহায়, গরীব রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা অনুদান বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পঁচিশ জন দরিদ্র রোগীকে নগদ চার হাজার টাকা হারে মোট এক লক্ষ টাকা বিতরণ করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। দরিদ্র মানুষের জন্য চিকিৎসা সহায়তা তারই একটি অংশ। এছাড়াও ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত দরিদ্র মানুষের জন্যও সরকারি সহায়তার ব্যবস্থা আছে। সরকারের সকল সহায়তা সুবিধাবঞ্চিত ও দরিদ্র সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাখাওয়াত হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন ও সমাজসেবা কার্যালয়ের মাঠ সংগঠক আবুল কালাম আযাদ প্রমূখ।