লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার লংগদু উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দুপুর ১২ টায় মাইনীমূখ ইউনিয়ন পরিষদের মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালনে জাতীয়তাবাদী ছাত্রদল লংগদু উপজেলা শাখার আহবায়ক রায়হানুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব তানজির হোসেনের সঞ্চালনায় মাইনীমূখ ইউনিয়ন পরিষদের মাঠে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাংগামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আবু নাছির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির।
এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও সাতটি ইউনিয়ন থেকে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী বর্ণাঢ্য র্যালি ও মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হয়। সভা শেষে তিন শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা ছাত্রদল। এসময় এযাবৎকালের সাবেক প্রতিষ্ঠাকালীন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।