একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানে বীর শহীদদের মাগফিরাত কামনায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ(পিসিসিপি), লংগদু উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল এবং এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, লংগদু উপজেলা শাখার সভাপতি মো. সুমন তালুকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. রিয়াজ আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মুর্শিদ। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। এসময় প্রধান মেহমান ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. খলিল, লংগদু প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা সভাপতি মো. জায়েদ বীন খলিল, বাংলাদেশ ছাত্র শিবির লংগদু উপজেলা সভাপতি মো. সাহেদ আলম ইমনসহ গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মুর্শিদ বলেন, আমরা শুধু জেলা সদস্য হিসেবে নয় আপনাদের ভাই হিসেবে সবসময় আপনাদের পাশে থাকবো। আমরা চাই আপনাদের মধ্যে থেকে ড.ইউনুস তৈরি হোক। আপনাদের মধ্যে থেকে এসএম ফরহাদ তৈরি হোক। ২৪ এ গণঅভ্যুত্থানের সকল শহীদদের জন্য দোয়া করবেন এবং আহতদের পাশে দাঁড়াবেন।
প্রধান বক্তা জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম বলেন, আমরা জানি পিসিসিপি পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য কাজ করে আসছে। বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম করে থাকেন যেমন ফ্রি বই বিতনণ , ফ্রি পড়ার সুযোগ করে দেয়, আর্থিক সহযোগিতাসহ সকল মানবিক কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি পিসিসিপি নেতৃবৃন্দদের আহ্বান জানাচ্ছি। সাথে আমি সবসময় সামাজিক কাজে তাদের পাশে থাকবো। এ বিজয় দিবসে সকল শহীদ ও আহতদের জন্য দোয়া কামনা করছি।
আলোচনা সভা শেষে লংগদু পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।(বিজ্ঞপ্তি)