নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করেছে রাঙামাটির লংগদু উপজেলার সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ ভক্তরা। বুধবার সকালে লংগদুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট লংগদু উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় সেবাশ্রমের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেবাশ্রমে এসে ধর্মসভায় মিলিত হয়।
শোভাযাত্রা উদ্বোধন করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশ নেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক নন্দীর সভাপতিত্বে ও সুভাষ চন্দ্র দাশের সঞ্চালনায় ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রুপন ধর। এ সময় তিনি বলেন, ধর্ম মানুষকে কল্যাণের পথে নিয়ে যায় এবং মানুষকে ভালোবাসতে শেখায়। সৎ পথে থাকলে মানুষ অবশ্যই তাঁর স্রষ্টাকে লাভ করতে পারবে।
এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে জন্মাষ্টমীর অনুষ্ঠানমালা শুরু করা হয়। এছাড়া শাস্ত্রপাঠ, মন্দিরে পূজা অর্চনা, শ্রদ্ধার্ঘ অর্পণ, যজ্ঞসহ বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা আনন্দে উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে মহা প্রসাদ বিতরণ করে সভার সমাপ্তি হয়।