নিজস্ব প্রতিবেদক,লংগদু ও রাঙামাটি
রাঙামাটির লংগদুতে জাল টাকাসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে লংগদু থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যার একটু আগে গোপন সংবাদের ভিত্তিতে বাইট্টাপাড়া বাজার থেকে আটক করা হয়।
আটককৃত মোঃ জুয়েল মিয়া (২৫), পিতা- মোঃ খোরশেদ আলম প্রকাশ খোকা।
লংগদু থানার এসআই মশিউর আলম ও এসআই সাহাবুর আলমের নেতৃত্বে ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী জুয়েলকে ধরতে সক্ষম হয়। প্রতারক জুয়েলের কাছ থেকে ১০০০ টাকার ৯৯টি জাল নোট জব্দ করা হয়।
প্রতারক চক্রের সদস্য জুয়েলকে জিজ্ঞাসাবাদে জানা যায় শনিবার মাইনীমূখ বাজারে গরু বিক্রি হবে, সেখানে জাল টাকাগুলো চালাবে বলে স্বীকার করেন।
এ বিষয় লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন বলেন জুয়েলের বিরোদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও বিভিন্ন থানা জুয়েলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানা যায়।