নিজস্ব প্রতিবেদক, লংগদু
জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন লংগদু উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম। যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলী, গুলশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম।
এছাড়াও সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ফয়েজুল আজীম, লংগদু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পণ চাকমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, যুবলীগের সভাপতি মো. চান মিয়া ও সাধারণ সম্পাদক কামাল পাশা সহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে বাবুল দাশ বাবু বলেন, সকল প্রকার ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় দীপংকর তালুকদার এমপিকে পুণরায় নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরির সম্মুখে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও শোক র্যালি বের করা হয়।