নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদুতে (ছয় চাকার গাড়ি) ট্রলি উল্টে গাড়ির চালক হাবিব আলম (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে লংগদু উপজেলার বাগাচতর ইউনিয়নের মারিশ্যাচর এলাকায় হাবিব আলম তার ট্রলিটি চালিয়ে একটি টিলা জমির নিচ থেকে উপরে দিকে উঠার সময় গাড়ির চাকা পিচলে গিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়িটির চালক হাবিব আলম প্রাণে বাঁচতে গাড়ি থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ইবনে সিনা হাসপাতালের নিয়মিত ডাক্তার মানসুর রহমান জানান, ট্রলির চালক যখন হাসপাতালে আনা হয় তখন সে মৃত্যুবরণ করে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন ঘটনা নিশ্চিত করেছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।