নিজস্ব প্রতিবেদক, লংগদু।।
রাঙামাটির লংগদুতে তিন জুয়াড়ীকে আটক করেছে লংগদু থানা পুলিশ। বৃহস্পতিবার লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকায় নিয়মিত টাকা দিয়ে জুয়া খেলার আসর হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গুলশাখালী ইউনিয়ন পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই(নিরস্ত্র) বিল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশসহ একটি টিম ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলার সাথে সম্পৃক্ত ৩ জনকে আটক করা হয়। আটকরা হলেন, মো. সাইদুল ইসলাম(৩৮), মো. আকবর হোসেন(৩৫), জাহের আলী মকবুল (৬০)। এদের তিন জনের বাড়ি রাজনগর এলাকায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানায়, পরবর্তীতে আটকদের বিরুদ্ধে লংগদু থানায় জুয়া আইনে মামলা দায়ের করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।