বিশেষ প্রতিবেদক, লংগদু
রাঙামাটির লংগদুতে দরিদ্র, অসহা, দুস্থ পরিবার এবং দরিদ্র মেধাবী, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) লংগদু উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুদান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী আবুল কালাম আজাদ ।
এতে উপজেলার ২৫৪ জন দরিদ্র, অসহা, দুস্থ পরিবার এবং দরিদ্র মেধাবী, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।