বিশেষ প্রতিনিধি, লংগদু
রাঙামাটির লংগদুতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোঃ সাইফুল ইসলাম যোগদান করেছেন। দেড় বছর পর ইউএনও পেলেন লংগদু উপজেলা প্রশাসন। রোববার সকালে নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলাম লংগদুতে নিজ কর্মস্থলে যোগ দেন । এর আগে নবাগত ইউএনও সাইফুল ইসলাম বৃহষ্পতিবার (১০ আগষ্ট) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। সূত্র জানায়, ইউএনও মোঃ সাইফুল ইসলাম এতোদিন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী সচীব হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হলে সেখান থেকে তিনি লংগদু উপজেলায় যোগদান করেন। উল্লেখ্য গত ১৯ এপ্রিল ২০২২ সালে লংগদুতে দায়িত্বরত ইউএনও মাইনুল আবেদীন অন্যত্র বদলী হওয়ায় লংগদু উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জনি রায় এরপর আকিব ওসমান এতোদিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইউএনও এর দায়িত্ব পালন করে আসছিলেন। লংগদুতে নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলাম ব্যাক্তি জীবনে বিবাহিত। তার নিজ বাড়ী চাঁদপুর জেলায়। লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন সহ বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন বিভিন্ন শ্রেণির কর্মচারী সমিতির নেতৃবৃন্দ নবগত ইউএনওকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেন।
লংগদুতে নতুন ইউএনও মোঃ সাইফুল ইসলাম এর যোগদান
লংগদু
1 Min Read
Previous Articleছাদ হতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.