নিজস্ব প্রতিবেদক, লংগদু
রাঙামাটির লংগদু উপজেলার মধুমা ছড়া এলাকায় পানিতে ডুবে আমিরুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার(১২ এপ্রিল) আনুমানিক সকাল ১১টার দিকে মোঃ আমিরুল ইসলাম সকলের অজান্তে খেলার ফাঁকে পুকুরে পানিতে ডুবে যায়।
আমিরুল ইসলাম লংগদু উপজেলার বগাচত্তর মধুমাছড়া এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, ধানকাটার কাজের সুবাধে বাড়ির বাহিরে ছিল শিশুটির পিতা আর মা ঘরে ঘুমিয়ে ছিলো। এসময় আমিরুল বাড়ির সামনে খেলাধুলা করছিল,হঠাৎ মা সাবিনা আক্তার ছেলেকে দেখতে না পেয়ে খোঁজা খোঁজি করতে থাকে। কোথাও না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে ছেলের পরনের হ্যাফ প্যান্টটি পুকুর পাড়ে পড়ে আছে । তখন তার মা চিৎকার দিলে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে শিশুটিকে উদ্ধার করে দ্রুত লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে পরীক্ষা – নিরীক্ষা করে মৃত ঘোষনা করে।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।