নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদুতে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে লংগদু থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা পাচার কালে ১১০ পিচ ইয়াবাসহ নুর নবী ইসলাম (২২) ও আব্দুল আজিজ (৩২) নামের দুজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ইয়াবাসহ আটক দুজন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাসিন্দা। সেখান থেকে তারা ইয়াবা নিয়ে লংগদুতে আসছিলেন। আমরা আগে থেকেই উপজেলায় প্রবেশের পথে পাহারা বসিয়েছিলাম। পরে আসামীদের দেহ তল্লাশি করে নুরনবী ইসলাম (২২) এর প্যান্টের পকেট থেকে ৬০ পিচ অপর আসামি আব্দুল আজিজ (৩২) এর পকেট থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য অনুমানিক ১৫ হাজার টাকা।
ইয়াবাসহ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, মাদকের সাথে কোনো আপোষ নাই। মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।