নিজস্ব প্রতিবেদক, লংগদু
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য ক্রিকে প্রদর্শনী খামার স্থাপনের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার গুলশাখালী ইউনিয়নের সফল মৎস্য চাষী শহিদুল ইসলাম কামালকে উপকরণ হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান। কার্প জাতীয় মাছের মিশ্র চাষের এ প্রদর্শনী খামারের জন্য মৎস্য উপকরণ হিসেবে রয়েছে ৩০ কেজি মাছের পোনা, ৩৫০ কেজি ডুবন্ত ও ভাসমান গ্রোয়ার ফিড, ৩০ কেজি চুন, ৩০ কেজি সার ও একটি ঝাঁকি জাল।
এ বিষয়ে সুফলভোগী মৎস্য চাষী শহিদুল ইসলাম কামাল বলেন, মাছ চাষ একটি লাভজনক ব্যবসা। মৎস্য অধিদপ্তর থেকে ২০২১-২২ অর্থবছরে আমাকে একটি মৎস্য ক্রিক নির্মাণ করে দেওয়া হয়। এবং সেই ক্রিকে মাছচাষের জন্য আজ এসব উপকরণ পেয়েছি। আমি সরকারি এই সহায়তার সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবো বলে আশা করছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান বলেন, মাছ চাষে সফলতা অর্জনের জন্য মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করে থাকে। বাস্তবায়িত এসব প্রদর্শনী অত্র অঞ্চলে মৎস্য প্রযুক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।