নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
পাহাড়ি উপজেলা রাঙামাটির লংগদুতে আবারো সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন গোপালাল চাকমা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে লংগদু উপজেলা সদর থেকে মাহেন্দ্র যোগে খাগাড়াছড়িতে যাচ্ছিলেন শিক্ষক গোপালাল চাকমা ও তার পরিবারের আরো তিন সদস্য। যাওয়ার পথে উপজেলার করল্যাছড়ি এলাকায় সড়কের বাঁকে বিপরীত দিক থেকে আসা ট্রলি গাড়ির সাথে সংঘর্ষ হয়। এসময় মাহেন্দ্রর সামনের অংশে আঘাত লাগলে শিক্ষক গোপালাল চাকমা গুরুতর আহত হয়।
আহত গোপালাল চাকমার স্ত্রী মঞ্জু চাকমা বলেন, দুর্ঘটনায় আমার স্বামীর বাঁ পায়ের হাঁটুর অংশে আঘাত লেগে ফেটে গেছে। বর্তমানে খাগড়াছড়ির একটি ক্লিনিকে তার অপারেশন করা হচ্ছে। এই দুর্ঘটনার জন্য মাহেন্দ্র চালকই দায়ী কারণ তিনি সড়কের ডানদিকে চলে গিয়েছিলেন।
এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন জানান, আমরা শুনেছি দুর্ঘটনায় একজন শিক্ষক আহত হয়েছে এবং বর্তমানে তিনি খাগড়াছড়ি সদরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। সাম্প্রতিক সময়ে সড়কে দুর্ঘটনার হার বেড়েগেছে। এবিষয়ে যানবাহন চলাচলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সোমবার লংগদু সদরের কাঁঠালতলা এলাকায় মোটরসাইকেল ও ট্রলি গাড়ীর (মালবাহী) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।