বিশেষ প্রতিবেদক, লংগদু।
রাঙামাটির লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার মাইনীমুখ বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু নাছির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, যুগ্ম সম্পাদক মুজিবল হক, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা ও যুগ্ম সম্পাদক আব্দুল বারেক দেওয়ান চেয়ারম্যান, জেলা সদস্য শাহ আলম মুরাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লংগদু উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম মেম্বার, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল খান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলম, শ্রমিক দলের সভাপতি ফজল করিম, কৃষক দলের সভাপতি মোঃ তৈয়ব আলীসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার দল জনগণের গণতন্ত্রকে হরণ করে বাকশাল কায়েম করতে চাইছে। তারা দেশের বিএনপি’র চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক জিয়াসহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নির্যাতন, গুম, খুন, অপহরণসহ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জেলে আটক রেখেছে। বর্তমান সরকার গত দুইবার নির্বাচনে মানুষের ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। তাই তারা এবারও সেদিকে হাঁটছে। কিন্তু দেশের মানুষ এবার তা হতে দিবে না। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়া, তারেক জিয়াসহ সকল নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেওয়ার জন্য বক্তারা দাবি জানান।