নিজস্ব প্রতিবেদেক, লংগদু ॥
রাঙামাটির লংগদুর সীমান্ত দিয়ে চোরাই পথে পাচারকালে অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় মহিষ উদ্ধার করেছে রাজনগর (৩৭ বিজিবি) জোনের সদস্যরা।
শনিবার সন্ধ্যায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনস্থ রাঙ্গীপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. দেলোয়ার হোসেন উপজেলার বগাচতর ইউনিয়নের শিবারেগা থেকে টহল করে বৈরাগী বাজার যাওয়ার পথে সময় দেখতে পান ৫টি ভারতীয় মহিষ পাচার হচ্ছে। এ ঘটনা রাজনগর জোন সদরে জানালে জোনের ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ রসুল আমিন এর নেতৃত্বে বিজিবি-পুলিশ সমন্বয়ে একটি টাস্কফোর্স দল শিবারেগা বাজার থেকে মহিষগুলো আটক করে রাজনগর জোনে নিয়ে আসা হয়। এসময় মহিষ ক্রেতাদের আটক করা হয়। এরা হলেন-মো. জিলানী (৪৩), মো. আবুল বাশার (৪২), মো. মফিজুল ইসলাম (৪৫), মো. ফারুক হোসেন (৫২) এতে সকলের বাড়ি উপজেলার বগাচতর ইউনিয়নের ছোট লোহাকাট বাগান এলাকায়।
রাজনগর বিজিবি সূত্র জানায়, পরবর্তীতে আটক মহিষ ক্রেতাদের মুচলেকা নিয়ে এবং গুলশাখালী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম বলেন, দেশীয় খামারীদের রক্ষায় ভারতীয় মহিষ চোরাচালান বিরোধী বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, আটক মহিষগুলো শুল্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আটক পাঁচটি ভারতীয় মহিষের আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৮০ হাজার টাকা হবে।