নিজস্ব প্রতিবেদক, লংগদু
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক স্থানীয় ভোটার তালিকা প্রণয়নের ভিত্তিতে অতি দ্রুত তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দিতে হবে’ এই স্লোগানে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির ৩য় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেএসএস কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি লংগদু থানা কমিটির সভাপতি তপন চাকমা। এর আগে সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতি (এমএন লারমা) লংগদু থানা শাখার সভাপতি অনঙ্গ লাল চাকমা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শান্তি বিজয় চাকমা, জেলা যুব সমিতির সভাপতি বাবুল চাকমা। এতে অতিথি ছিলেন জেএসএস (এমএন লারমা) সাধারণ সম্পাদক, শান্তি রঞ্জন চাকমা, ছাত্র বিষয় সম্পাদক বিনয় কান্তি চাকমা, লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় চাকমা (মিত্র), হেডম্যান মানিক কুমার চাকামা ও বিমল কান্তি চাকমা।
সম্মেলন অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর সম্পাদিত পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। অধিকারহারা জুম্ম জনগণের স্বার্থ রক্ষায় এমএন লারমা’র বিপ্লবী চেতনা ও স্বপ্নের বাস্তবায়নে যুবকদের এগিয়ে আসতে হবে।
সম্মেলন শেষে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির ১৭ সদস্য বিশিষ্ট লংগদু থানা কমিটি গঠন করা হয়। এতে ইন্টন চাকমাকে সভাপতি, সুগত চাকমাকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শিপন চাকমা মনোনীত করা হয়।