লংগদু প্রতিনিধি
দরিদ্র ও অসহায় মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করছেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ।
লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেশ কিছু বিরোধের নিস্পত্তি করেন বিচারক। এসময় মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিচারপ্রার্থী উপজেলার গাঁথাছড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ক্রয়সূত্রে আমার ভোগদখলীয় ত্রিশ শতাংশ চাষের জমি নিয়ে প্রতিবেশির সাথে বিরোধ হলে আমি লিগ্যাল এইডে অভিযোগ করি। আজ আমার জমিতে জজ সাহেব নিজে উপস্থিত থেকে সার্ভেয়ার দিয়ে মেপে বিরোধ মিমাংসা করে দিয়েছেন। আমি কোনো ধরণের ভোগান্তি ছাড়াই অল্প সময়ের মধ্যে আইনগত সহায়তা পেয়েছি।
এ বিষয়ে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ বলেন, গত আড়াই বছর হলো রাঙামাটিতে কর্মরত আছি। এই অল্প সময়ে অনেক মামলা নিষ্পত্তি কওে অসহায় দরিদ্র মানুষকে আইনি সহায়তা দিতে পেরেছি। তবে জেলার সবচেয়ে বেশি মামলার অভিযোগ হয় দূর্গম লংগদু উপজেলা থেকে। এখান থেকে জেলা শহরের দুরত্ব বেশি হওয়ায় দরিদ্র মানুষেরা আইনি সহায়তা পেতে ভোগান্তিতে পড়েন।সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা কওে লংগদু উপজেলায় প্রতি মাসের প্রথম সোমবার ভ্রাম্যমান আদালত বসিয়ে বিরোধ মিমাংসার ব্যবস্থা করেছি। আশা করছি সরকারি খরচে দরিদ্র মানুষের জন্য লিগ্যাল এইডের এমন উদ্যোগের ফলে মানুষের ভোগান্তি লাঘব হবে।