লংগদু প্রতিনিধি
একাত্তরের সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোস্তফা ফরাজীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনের লংগদু উপজেলা কমিটি।
সোমবার সকালে লংগদু থানার গেটে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের লংগদু উপজেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন বলেন, গত শনিবার (১ জুন) ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোস্তফা ফরাজী লংগদু উপজেলায় সফরে এলে কিছু দুষ্কৃতকারী তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হুমকীদাতা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।
তিনি আরো বলেন ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের নাম ভাঙ্গিয়ে কিছু প্রতারক উপজেলার দরিদ্র অসহায় মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্যই আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লংগদু সফরে আসছিলেন। কিন্তু দুষ্কৃতকারী প্রতারকচক্র তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে তদন্তকাজে বাঁধা প্রদান করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন, বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান মেম্বার, কালাপাকুজ্যা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুলশাখালী ইউনিয়ন শাখার সভাপতি খোরশেদ আলম। সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সহসভাপতি ইউসুফ মিয়া প্রমূখ।
লংগদুতে সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের মানববন্ধন
রাঙামাটি
1 Min Read
Previous Articleযারা মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত মহৎ- কুজেন্দ্র
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.