আরমান খান, লংগদু ॥
রাঙামাটির লংগদুতে নবনিযুক্ত ৩নং লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমা ও তাঁর কন্যা পার্বত্য অঞ্চলের প্রথম নারী ব্যারিস্টার ভ্যালী চাকমাকে সংবর্ধনা দিয়েছে লংগদু হেডম্যান এসোসিয়েশন। মঙ্গলবার উপজেলা হেডম্যান এসোসিয়েশন কার্যালয়ে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়। লংগদু হেডম্যান এসোসিয়েশনের সভাপতি প্রেমলাল চাকমার সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নারী নেত্রী ও কার্বারি চম্পা চাকমার সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন হেডম্যান এসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সভাপতি প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সংবর্ধিত অতিথি কল্যাণ মিত্র চাকমা, ব্যারিস্টার ভ্যালী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল চৌধুরী ঝান্টু, লংগদু হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানিক কুমার চাকমা, কার্বারি সূচিত্র চাকমা প্রমূখ।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, ‘পার্বত্য অঞ্চলসহ সারাদেশে বসবাসরত আদিবাসীরা তাদের ঐতিহ্য ও প্রথাগত আচার অনুষ্ঠান থেকে দূরে সরে যাচ্ছে। এই প্রথাগত আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে হেডম্যান ও কার্বারিদের ভূমিকা রাখতে হবে। আদিবাসীদের বিবাহের ক্ষেত্রে কোনো ধরণের লিখিত কোনো নথি ছিল না। বর্তমানে এটা চালু করার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি হেডম্যান কার্বারিরা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সরকারি তেমন কোনো সম্মানী ও সুযোগ সুবিধা পান না। বিশেষ করে হেডম্যানদের জন্য কার্যালয় নির্মাণ ও জনবল নিয়োগ করা জরুরি প্রয়োজন।’
সংবর্ধনা সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হেডম্যান এসোসিয়েশন রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্যারল চাকমা, হেডম্যান এসোসিয়েশনের উপদেষ্টা এখলাস মিঞা খান, মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, এডভোকেট সাইফুল ইসলাম অভি, ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা, কামাল হোসেন কমলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধিত অতিথি কল্যাণ মিত্র চাকমা একজন অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা। তিনি অকাল প্রয়াত হেডম্যান কুলিন মিত্র চাকমা আদুর বড়ভাই এবং প্রাক্তন উপজেলা চেয়ারম্যান প্রয়াত অনিল বিহারী চাকমার বড় ছেলে। অপরদিকে পার্বত্য অঞ্চলের প্রথম নারী ব্যারিস্টার ভ্যালী চাকমা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নবনিযুক্ত ৩নং লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমার কন্যা। সংবর্ধিত পিতা ও কন্যাকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন হেডম্যান এসোসিয়েশন ও কার্বারিবৃন্দ।