নিজস্ব প্রতিবেদক, লংগদু ।।
রাঙামাটির লংগদুতে ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে লংগদু থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামুন মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করে লংগদু থানা পুলিশ। আটক মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়া দুজনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, আটক মামুন একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপার্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা গত সপ্তাহে ইয়াবাসহ আরো দুজনকে আটক করেছি। মাদক নির্মূলে লংগদু থানা পুলিশ সবসময় সতর্ক রয়েছে।