আরমান খান,লংগদু
আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ২য় ধাপে রাঙামাটির লংগদু উপজেলায় আরও ২৫টি এবং ১ম ধাপের ৭টি সহ মোট ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে উপকারভোগীদের হাতে নতুন ঘরের দলিল হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিমসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গণভবন হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ২২ হাজার ১০১ জন গৃহ ও ভূমিহীনদের মাঝে আশ্রয়নের ঘর হস্তান্তর করেন। এছাড়া মিলনায়তনে আমন্ত্রিত অতিথি ও সর্বস্তরের জনগণ ভিডিও কনফারেন্স মাধ্যমে এই অনুষ্ঠান উপভোগ করেন।
উপকারভোগী আটারকছড়া ইউনিয়নের দীপংকর চাকমা এবং মাইনীমূখ ইউনিয়নের ইসলামাবাদ এলাকার রবিউল আলম অনুভূতি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর সহায়তার জন্যই আজকে পাকা ঘরে থাকা সম্ভব হবে। না হয় এটা কল্পনাতেই থাকতো। আবেগ আপ্লুত কন্ঠে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া এ পর্যন্ত লংগদু উপজেলার ৭টি ইউনিয়নে পূর্বে ২৮৮টি ও আজকের ৩২টি সহ সর্বমোট ৩২০টি পরিবার পেল নতুন ঠিকানা।
প্রসঙ্গত: মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা অনুযায়ী সারা দেশে গৃহহীন অসহায় পরিবারের মাঝে মাথা গোঁজার জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসব গৃহ প্রদান করা হয়েছে।