নিজস্ব প্রতিবেদক, লংগদু
তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সফলতার সাথে সম্পন্ন করে এখানে এসেছো। এখন তোমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তোমারা যদি লক্ষ্যে পৌঁছাতে চাও তবে সময়ের মূল্য দিতে হবে। তোমাদের কাজ পড়ালেখা করে বড় মানুষ হওয়া। তোমরা যেমন নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখছো তেমনি তোমাদের অভিভাবকরাও তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন। আমরা বিশ^াস করি তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাবে। তোমাদেরকে স্বপ্ন ও সাধনার পথে এগিয়ে যেতে হবে। সোমবার সকালে রাঙামাটির লংগদু উপজেলার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংগদু সরকারি মডেল ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসে একথা বলেন বক্তারা।
বক্তারা আরো বলেন, দুর্গম এই উপজেলার শিক্ষার্থীদের জন্য লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এই অঞ্চলের দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করেছেন। শিক্ষা বান্ধব এই সরকারের সময়ে শিক্ষার্থীরা শতভাগ উপবৃত্তিসহ নানা ধরেনর আর্থিক ও শিক্ষা সহায়ক সুবিধা পাচ্ছে। যা এখানকার দরিদ্র মানুষের উচ্চ শিক্ষা অর্জণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। বিশেষ করে এই অঞ্চলের নারীদেরকে উচ্চ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে লংগদু সরকারি মডেল ডিগ্রী কলেজ।
কলেজের একাদশ শ্রেণির ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট ৩১৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। যাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬জন এবং মানবিক বিভাগে ২৩৪ জন। সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজের উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারি অধ্যাপক আজগর আলীর সভাপতিত্বে ও প্রভাষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক ওসমান গনি, সহকারি অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক মুসা তালুকদার, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক ড. ঈসা কাদেরী, প্রভাষক হারুনুর রশিদ, প্রভাষক খোন্দকার হাসান আলী, অভিভাবক সরোয়ার হোসেন মিলন প্রমূখ।