নিজস্ব প্রতিবেদক, লংগদু
পার্বত্য জেলা রাঙামাটির লংগদু সরকারি মডেল কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে কলেজ মিলনায়তনে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলীর সভাপতিত্বে ও প্রভাষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় শিক্ষকরা বলেন, তোমরা অনেক স্বপ্ন নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে। উচ্চ মাধ্যমিকের পরেই তোমরা উচ্চ শিক্ষার জন্য দেশ বিদেশের নাম করা নানা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। নিজের পছন্দের বিষয়ে উচ্চ শিক্ষা শেষে তোমরা কর্মজীবনে সাফল্যের স্বাক্ষর রাখবে। তাই তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের দুই বছরের পড়ালেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিকের ভালো ফলাফলই তোমাকে লক্ষ্য নির্ধারণ করে দেবে। আমরা চাই তোমরা কলেজের জন্য সুনাম বয়ে আনবে এবং তোমাদের অভিভাবকদের মুখ উজ্জ্বল করবে।
সভায় বক্তব্য রাখেন, প্রভাষক মুসা তালুকদার, আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, একেএম আব্দুল হামিদ ভ‚ইয়া, অমিত কুমার দাস, নুর মোহাম্মদ প্রভাষক মুহাম্মদ মহসিন ও একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার।