বিপ্লব ইসলাম, লংগদু ॥
পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন। শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে নানাবিধ সহায়তা প্রদানসহ গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে নিরলস অবদান রেখে আসছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার লংগদু জোনের বামে লংগদু আর্মি ক্যাম্পের আওতাধীন ধনপতি বাজার এলাকায় অসহায় শীতার্তদের মাঝে প্রায় ৩৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও ধনপতি বাজার এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ এবং স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। ক্যাম্পে প্রায় ৪২০ জন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, পিএসসি ও অত্র জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন হাসিবুল হক অর্ণব উপস্থিত ছিলেন।