রাঙামাটির লংগদুতে স্থানীয় এক যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে পাহাড়িদের বাড়িঘরে হামলার ঘটনায় প্রশাসনের কোনো ‘গাফিলতি’ ছিল কি না তা তদন্তের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার এক বিবৃতিতে মহাজোট সরকারের শরিক দলটির কার্যকারী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এ দাবি জানান।
পাহাড়িদের ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের হামলা ও অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই বিবৃতিতে তারা বলেন, ‘যুবলীগ নেতার খুনের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়িদের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠা হামলা প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি আছে কি না তা তদন্ত হওয়া প্রয়োজন।’
বৃহস্পতিবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকা থেকে উদ্ধার করা হয় যুবলীগের লংগদু সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ। ভাড়ায় মোটর সাইকেল চালাতেন তিনি।
ময়নাতদন্তের পর শুক্রবার সকালে নয়নের লাশ লংগদু উপজেলা সদরের বাট্ট্যাপাড়ায় নেওয়ার পর খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর তিনটিলা পাড়া, বাত্যাপাড়া, উত্তর ও দক্ষিণ মানিকজুড় ও বড়াদম এলাকায় পাহাড়িদের ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
জাসদের বিবৃতিতে পাহাড়িদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট-আগুন ও খুনের বিষয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে আহতদের সুচিকিৎসা ও আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান জাসদ নেতারা।