লামা প্রতিনিধি ॥
বান্দরবান জেলার লাম্ াউপজেলায় সাম্প্রতিককালের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় নাবী বপন উপযোগী বিআর ২৩ জাতের রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৫০জন কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মো. জাহেদ উদ্দিন, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পদাক জাহাঙ্গীর আলম কাউচার প্রমুখ অতিথি ছিলেন।