লামা প্রতিনিধি ॥
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়া থেকে শনিবার দুপুরে তাকে আটক করা হয়। আটক আবুল কাসেম (৪৫) ইউনিয়নের মোহাম্মদ পাড়ার বাসিন্দা মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
সূত্র জানায়, আবুল কাসেম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা ব্যবসা চালিয়ে আসছে, এমন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনাবাহিনীর (৩১ বীর) গজালিয়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা মোহাম্মদ পাড়ায় অভিযান চালায়। অভিযানের টের পেয়ে মাদক কারবারি আবুল কাসেম ইয়াবা ও গাঁজা নিয়ে পালানোর চেষ্টা করে। পরে তার হাতে থাকা কাপড়ের প্যাকেট থেকে ১৯০ গ্রাম গাঁজা, ঘরে তল্লাশি চালিয়ে ৪৫টি ইয়াবা ট্যাবলেট ও সেবনের উপকরণ উদ্ধার করা হয়। একই সময় আবুল কাসেমের বাড়ির উঠানের নার্সারিতে সৃজিত ৫০টি গাঁজা গাছ ধংস করে সেনাবাহিনীর সদস্যরা ।
ঘটনার সত্যতা নিশ্চিতত করে গজালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মফিজুল ইসলাম বলেন, আটক মাদক কারবারি আবুল কাসেমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।