নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের লামা উপজেলায় দুর্বৃত্তের আগুনে ঘটনায় বুধবার বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামে এক ব্যক্তি লামা থানায় সাতজনের নামে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।
এদিকে এ ঘটনায় বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। তারা হলেন পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০), মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮), টংগঝিরি পাড়ার বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) ও টংগঝিরি পাড়ার মো. ইব্রাহিম (৬৫)।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. এনামুল হক জানান, লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার গঙ্গাং মনি ত্রিপুরা (৭২) নামে একজন মামলা করার পর রাতে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে।