নিজস্ব প্রতিবেদক, লামা ॥
প্রথম বারের মত আনারস চাষ বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় ১৮ হাজার উন্নত জাতের সুপার সুইট হিসেবে পরিচিত বিখ্যাত এমডি-২ জাতের আনারসের চারা বিনামূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ৮ জন কৃষকের মাঝে এ চারা বিতরণ উদ্ভোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়াসহ অন্যান্য ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
লামা উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, ফিলিপাইন থেকে আমদানি করে গতবছর প্রথমে দেশে এ জাতের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছিল। তবে লামা উপজেলায় এবারই প্রথম বিতরণ করা হলো। তিনি বলেন, এমডি-২ জাতের আনারস রপ্তানিযোগ্য। আন্তর্জাতিক বাজারে এটির অনেকবেশি চাহিদা আছে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় বেশ জনপ্রিয়। এ জাতের আনারস দেশিয় আনারসের তুলনায় অনেক বেশি মিষ্টি। এই আনারস দ্রƒত পচে না। এ ছাড়া দেশিয় আনারসের চোখগুলো থাকে ভেতরের দিকে। আর এ জাতের আনারসের চোখগুলো থাকে বাইরের দিকে। ফলে পুষ্টিগুণসম্পন্ন অংশের অপচয় কম হয়।