লামা প্রতিনিধি
পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলা থেকে ৫১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা। বুধবার দুপুুরে উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেক পোস্টে চকরিয়াগামী বাস ও আলীকদমগামী একটি জীপ গাড়িতে তল্লাশী চালিয়ে তাাদেরকে আটক করা হয়। আটকরা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন জেলা-উপজেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে আটকরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছেন। সূত্র জানায়, আলীকদম থেকে যাত্রীবাহি একটি বাস যোগে ২১ জন রোহিঙ্গা চকরিয়া উপজেলা ও চকরিয়া থেকে ৩০ জন জীপ গাড়ি যোগে আলীকদম উপজেলায় যাচ্ছিলেন। এ সময় সড়কের ইয়াংছা চেক পোস্টে কর্মরত পুলিশের ইনচার্জ আবুল হাসেম মির্জার নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা উভয় গাড়িতে তল্লাশী চালায়। এক পর্যায়ে দুই গাড়িতে থাকা ৫১ জন বাংলাদেশের ভোটার আইডি কার্ড ও বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয়। কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে বের হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বাগানে শ্রমিকের কাজ করতেন বলে জানান আটক মো. করিম, রহমতুল্লাহ, ফকির আহমদ, নুরুল আমিন, আনোয়ার, রশিদ আহমদ সহ অন্যরা । এর বিষয়ে ইয়াংছা চেক পোস্টের ইনচার্জ আবুল হাসেম মির্জা বলেন, রোহিঙ্গা নাগরিক আটকের বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে জানানো হয়েছে। আটকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। যৌথ তল্লাশীতে রোহিঙ্গা নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আটকদের কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লামায় ২১ রোহিঙ্গা আটক
বান্দরবান
2 Mins Read
Previous Articleপানি সংকটে পার্বত্য নাইক্ষ্যংছড়ি
Next Article রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভায় নানান নির্দেশনা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.