বান্দরবানের লামা উপজেলায় বিনামূল্যে চারটি রিক্সা বিতরন করেছে বেসরকারী সংস্থা কারিতাস। পার্বত্য অঞ্চলে অতি দরিদ্রদের মাঝে টেকসই জীবিকা নিশ্চিত করণ (ইএসএলইপি-সিএইচটি) প্রকল্পের উদ্যোগে লামা পৌরসভা এলাকার অসহায় দু:স্থ মানুষের মাঝে এসব রিক্সা বিতরন করা হয়।
এ উপলক্ষে বুধবার দুপুরে কারিতাস সদর কার্যালয়ে ইংকি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এ সময় নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র বড়–য়া, প্রকল্পের মাঠ সহায়ক নিকসন চাকমা, অরুপ রতন চৌধুরী, নিদর্শন চাকমা, রীনা চাকমা, লামাছিং চাক প্রমুখ উপস্থিত ছিলেন।