বান্দরবানের লামা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ৬৮৩টি অতি দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে কারিতাস ইএসএলইপি-সিএইচটি প্রকল্পের উপকারভোগীদের মধ্যে এ শীত বস্ত্র বিতরন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রুস্তম আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা মো. শাহী নেওয়াজ, কারিতাস ইএসএলইপি-সিএইচটি প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা সুবাস আন্তনী গোমেজ, আলেক জেন্ডার কস্তা, রির্চাস এসোসিয়েট রানা ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মামুন সিকদার বিশেষ অতিথি ছিলেন।
সভার সঞ্চালনা করেন, কারিতাস ইএসএলইপি-সিএইচটি প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদার। আলোচনা শেষে অতিথিগন দু:স্থদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন উদ্ভোন করেন।
একই অনুষ্ঠানে কারিতাস ইএসএলইপি-সিএইচটি প্রকল্পের চলমান কর্মসূচির অংশ হিসেবে ১২৮ জন উপকারভোগী ধান চাষীকে ধানের জমি প্রস্তুত, চারা রোপণ ও সেচ সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান ছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের ২৯২ জন ছাত্রছাত্রীর মাঝে ১০০০ টাকা করে নগদ অর্থ এবং ১০১০ জন ছাত্রছাত্রীকে শিক্ষা উপকরন প্রদান করেন।